নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দাখিল হয়েছে মামলা। ভূপতিনগরে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে রুজু হয়েছে জনস্বার্থ মামলা । মামলা করার অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছিল গত সোমবার , এদিন আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।জানা গেছে, গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ভূপতিনগর থানার অর্জুননগর পঞ্চায়েতের অন্তর্গত নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির বাড়িতে বোমা বিস্ফোরণ ও তিন জনের মৃত্যুর ঘটনায় চক্রান্তের অভিযোগ উঠেছে নানা মহলে। এর মধ্যেই মৃত ওই তৃণমূল নেতা রাজকুমার মান্নার স্ত্রী দাবি করেছেন, -'আতসবাজি বানাতে গিয়ে ঘটেছে বিস্ফোরণ'। মৃতের ভাইয়ের আবার সরাসরি দাবি, -'বিজেপি-কে ভয় দেখানোর জন্য বোমা তৈরি হত গোপনে'।এই পরিস্থিতিতে মামলাকারীদের অভিযোগ, ঘটনাস্থলে নষ্ট করা হচ্ছে প্রমাণ। মঙ্গলবার, এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।তিনি জানান, -'ফরেন্সিক দল এখনও যায়নি ঘটনাস্থলে। এরফলে খুব তাড়াতাড়ি সব ধামাচাপা পড়ে যেতে পারে, তার আগে ঘটনার তদন্তভার দেওয়া হোক এনআইএ-কে'। গত শুক্রবারের ওই বিস্ফোরণের পরের দিনই কাঁথিতে সভা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিস্ফোরণ ঘটনার সঙ্গে সভার যোগ রয়েছে? এমন দাবি করে, এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার একই দাবিতে মামলা রুজু হল হাইকোর্টে।চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct