মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: বাংলা আবাস প্লাস প্রকল্পের কাজে সার্ভে করতে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের। এমন লিখিত অভিযোগ নিয়ে বিডিও অফিসের সামনে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন আবাস প্রকল্পের নিয়োজিত অঙ্গওয়াড়ী এবং আশা কর্মীরা। মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ এমন অভিযোগ নিয়ে বিক্ষোভ প্রদর্শন হয় নলহাটি দুই নম্বর ব্লক অফিসে। আবাস যোজনার সার্ভে করতে গিয়ে প্রাণনাশের হুমকি আসছে! এ নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী রেহেনা খাতুন বলেন, উপভোক্তাদের অভিযোগ, যখন এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত হয়েছিল তখন তাদের বাড়ি ছিল কাঁচা। এখন পাকা। বিডিও হুমায়ুন চৌধুরী লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর বলেন, সার্ভে করার সময় প্রত্যেকটা আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ী কর্মীদের সঙ্গে একজন করে সিভিক ভলেন্টিয়ার থাকবেন। সেই সঙ্গে প্রতিটি পঞ্চায়েত এলাকায় যিনি ভিলেজ পুলিশ থাকবেন তিনিই সার্ভে ফর্মে সই করবেন।বিডিওর এমন নির্দেশিকা শোনার পর আসা এবং অঙ্গনওয়াড়ী কর্মীরা ক্ষিপ্ত হয়ে বলেন,তারা এই সার্ভে কাজ করতে পারবেন না বলে এমনটাই দাবি তোলেন। অপরদিকে একই ব্লকের উজিরপুর গ্রামে কাঁচা বাড়িতে বসবাস করছেন এমন শতাধিক লোকজন ব্লক অফিসে এসে বাড়ি পাওয়ার জন্য একসঙ্গে লিখিত আবেদন জানান।বিডিও হুমায়ূন চৌধুরী পরবর্তী সময়ে এই আবেদনের ভিত্তিতে বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন বলে জানান আবেদনকারীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct