এহসানুল হক, বসিরহাট, আপনজন: বসিরহাটে এক বিস্ফোরণ ঘটায় চাঞ্চল্য সৃষ্টি হল। রান্নাঘরে বিস্ফোরণের কারণে শিশু ও মহিলা জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ উত্তর ২৪ পরগনার বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে রবিউল ইসলাম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। রবিউলের ১১ বছরের ছেলেও জখম হয়। সেই সময় এক গৃহবধূ সোনিয়া বিবি উপস্থিত ছিলেন। তিনিও গুরুতর জখম হন।
পরিবারের দাবি, গ্যাস সিলিন্ডারের কারণেই বিস্ফোরণ হয়েছে। যদিও এলাকার মহিলা সহ একাধিক মানুষেরা দাবি করেন, দুপুর সাড়ে বারোটা নাগাদ হঠাৎ কেঁপে ওঠে এলাকা ,তারপর আমরা দেখি বসিরহাটের রামনগর এলাকার রবিউলের বাড়ি থেকে এক শিশূ সহ এক মহিলার রক্তাত্ত দেহ বাহির হচ্ছে,এটা বোমা ফেটেছে আমরা শুনলাম। তাদের তড়িঘড়ি ভর্তি করা হয় বসিরহাট হাসপাতালে। বিরোধীরা দাবি করেন, পঞ্চায়েত ভোট সামনে আসছে, আপনারা দেখতে পারছেন বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণে মারা গিয়েছে। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই,তাই তারা ঘরে ঘরে বোমা মোজুত করছে। পঞ্চায়েতে গো হারা হারবে তৃণমূল যদি ভালো ভাবে ভোট হয়। অন্যদিন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তসী ব্যানার্জি বলেন,আমি এলাকায় নেই এই মুহূর্তে যেটা পুলিশের কাছ থেকে শুনতে পেলাম , রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন শিশু ও মহিলা আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন ভালো আছে। যদিও এলাকার মানুষেরা আরোও দাবি করেন, আমাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে,তারা দাবি করেন,যদি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় রান্না ঘরের চাল উড়ে যাবে,ভেঙে যাবে সেটাও কোন নমুনা নেই। ঘটনার খবর পাওয়ার পর বিভিন্ন পুলিশ আধিকারিকরা পৌঁছে যান ঘটনাস্থলে।যে ঘরটিতে বোমা বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি সিল করে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct