সেখ আব্দুল আজিম, হুগলি, আপনজন: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে প্রতিবছর বামপন্থীরা দিনটিকে কালা দিবস হিসাবে পালন করে। মঙ্গলবার চণ্ডীতলা ১ ব্লকের বামপন্থী গণসংগঠন সমূহের ডাকে নবাবপুর গুড়গুড়িপোতা থেকে ভগবতীপুর বাজার হয়ে ভাদুয়া ঘুরে মোল্লারচকে শেষ হয়।প্রায় ২০০ জন পদযাত্রী মোট ১০ কিমি পথ পরিক্রমা করে। রাজ্যে তৃণমূল ও বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই মিছিলে আওয়াজ ওঠে। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে দূর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের জন্য আহ্বান জানানো হয়। মিছিলের উদ্বোধন করেন সেখ আজিম আলী ও মিছিল শেষে বক্তব্য রাখেন আব্দুল হাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct