আপনজন ডেস্ক: যুক্তরাজ্য ধীর গতিতে খাদ্য সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির কৃষকদের সংগঠন ন্যাশনাল ফার্মার্স ইউনিয়ন (এনএফইউ)। বিবৃতিতে বলা হয়, জ্বালানি ও সারের দাম ব্যাপকভাবে বাড়ায় অদূর ভবিষ্যতে টমেটো, শসা, নাশপাতিসহ ও অন্যান্য ফল ও শাকসবজির উৎপাদন কমানোর পরিকল্পনা নিচ্ছেন কৃষকরা।বিগত বছরগুলোর তুলনায় বাজারে শাকসবজি ও ফলমূলের যোগান উদ্বেগজনক হারে কমেছে। এছাড়া পাখি খাদ্যের দাম বেড়েছে, বার্ড ফ্লুর সংক্রমণে উল্লেখযোগ্যসংখ্যক হাঁস-মুরগি নিধন করা হয়েছে। এর ফলে বাজারে ডিম ও হাঁস-মুরগির দাম প্রতিদিন বাড়ছে।হাঁস-মুরগির খাবারের পাশাপাশি যুক্তরাজ্যে পশুখাদ্যের দামও ব্যাপকহারে বেড়েছে। বর্তমান বাজারে পশুখাদ্যের দাম দুধের দামের চেয়ে বেশি বলে দাবি করেছে এনএফইউ। এছাড়া পশুখাদ্যের দামের উর্ধ্বগতির কারণে কৃষকরা তাদের গবাদি পশুর বংশবিস্তারে নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা করছেন। ফলে অদূর ভবিষ্যতে মাংসের দামও বাড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct