আপনজন ডেস্ক: বিখ্যাত প্যালেস্টিনিয়ান-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করেছে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শিরিন ২৫ বছর ধরে আল-জাজিরার সংবাদদাতা হিসেবে কাজ করছেন। গত ১১ মে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী ক্যাম্পে জঙ্গিবিরোধী অভিযান চালায় ইসরাইলের সেনারা। ঐ সময় সংবাদ সংগ্রহের সময় শিরিনকে গুলি করে হত্যা করেছে সেনারা। ৫১ বছরের শিরিন জেরুজালেমের বাসিন্দা এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি সেখানে বেশ পরিচিত ও সম্মানিত সংবাদিক। তিনি ইসরাইলের দখল ও ফিলিস্তিনিদের কষ্টের কথা তুলে ধরতেন। আবেদনে আল-জাজিরার ছয় মাসের তদন্তের দলিল যুক্ত করা হয়েছৈ। এছাড়া তাকে হত্যার প্রত্যক্ষদর্শী প্রমাণ, ভিডিও ফুটেজ ও হত্যার নতুন সরঞ্জাম জমা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct