আপনজন ডেস্ক: ভূমিধসের কবলে পড়ে কাদামাটির নিচে চাপা পড়লো চলন্ত বাস। এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩৩ জনের। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার রিসারালদা প্রদেশে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। সোমবার (৫ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। গত দু’দিনে রাজধানী বোগোতা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির দু’টি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ির ছাড়াও বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট। টানা ভারি বৃষ্টির কারণেই এই দুর্যোগ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct