আপনজন ডেস্ক: নভেম্বর মাসের প্লেয়ার অব দ্য মান্থের্থ মনোনয়ন পেয়েছেন আদিল রশিদ, জস বাটলার ও শাহীন শাহ আফ্রিদি। এ ছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের সিদরা আমিন, থাইল্যান্ড নাথাকান চান্থাম ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইস। শাহীন আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন। এই মাসে তিনি ১০ উইকেট নিয়েছেন ৭.৩০ ইকোনোমিতে। বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেন তিনি। এমন পারফরম্যান্সেই তিনি মাস সেরার মনোনয়ন পেয়েছেন তিনি। এদিকে জস বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ অধিনায়ক। সেই ম্যাচে ২০ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড। এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি। অ্যালেক্স হেলসকে নিয়ে তিনি ১৬৯ রানের লক্ষ্য বিনা উইকেটেই পেরিয়ে গিয়েছিল ইংলিশরা। এরপর তারা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সীমিত ওভারের এই বিশ্ব আসরের শিরোপাও জিতেছে তারা। এই বিশ্ব আসরে আদিল রশিদ ছিলেন দারুণ ইকোনোমিক্যাল। এই মাসে ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন রশিদ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। ফাইনালেও ২২ রানে ১ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct