অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: এক মহিলাকে খুনের চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল আদালত। দোষীকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই জানালেন বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী।জানা গিয়েছে, স্ত্রীকে খুন করার অভিযোগে গত ২০২১ সালের ১২ ই আগস্ট তপন থানার নাখরা কুড়ি এলাকার যোগেশ হাঁসদা নামে এক ব্যক্তির বিরুদ্ধে মুন্সি হাঁসদা তপন থানায় অভিযোগ দায়ের করে। সেই মামলা চলছিল বালুরঘাট জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে। ফাস্ট ট্রাক কোর্টের বিচারক রিম্পা রায় অভিযুক্ত যোগেশ হাঁসদাকে দোষী সাব্যস্ত করেন। দোষীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ বালুরঘাটের সাংবাদিক সম্মেলন করে এমনটা জানিয়েছেন বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। এ বিষয়ে ঋতব্রত চক্রবর্তী জানান, এই ঘটনায় তপন থানায় ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা রুজু হয়েছিল। মুন্সী হাঁসদা অভিযোগ দায়ের করেছিলেন আগের দিন রাত্রিবেলা তার স্ত্রী যখন বাড়িতে একা ছিলেন তখন উনারই এক আত্মীয় যোগেশ হাঁসদা অসৎ উদ্দেশ্যে তার বাড়িতে ঢোকেন। উনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করেছিলেন। কিন্তু কোনভাবে তিনি বেঁচে যান। তবে তার স্ত্রীর একটি চোখ নষ্ট হয়ে যায়। সেই অভিযোগে বিচার চলছিল। সেই মামলায় আসামি যোগেশ কে ৩০৭ ধারায় সাত বছরের সশ্রম করাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। ফাসট্রাক কোর্ট যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটা অনেকটাই সফল। খুব দ্রুত এই মামলায় আমরা রায় ঘোষণা করতে পেরেছি ।যা বিচার ব্যবস্থার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct