নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: নতুন বিধায়কদের জন্য ওরিয়েন্টেশন কোর্স হবে রাজ্য বিধানসভায়। এই খবর জানিয়ে বুধবার বিধানসভার স্পিকার বলেন, এবার ওরিয়েন্টেশন কোর্স করাব। বাজেট সেশনের আগে হবে। নতুন বিধায়কদের কি কি ভূমিকা থাকা উচিত, সেটা কোর্স - এ আলোচনা করা হবে। সচিবালয়ের অভিজ্ঞ ব্যক্তিরা এই কোর্স করাবেন। এদিন বাবরি মসজিদ ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,তখন উত্তরপ্রদেশ সরকারকে কেন বরখাস্ত করা হল না, জানি না। তার দাবি, ঐদিন ওই ঘটনার পরে গার্ডেনরিচ মেটিয়াবুরুজ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছিল। তবে, আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ ভারতের ঐতিহ্য ধাক্কা খেয়েছে মন্তব্য বিধানসভার স্পিকারের।
উপরাষ্ট্রপতি প্রসঙ্গে বিধানসভার স্পিকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,উপরাষ্ট্রপতি হওয়ার পর সাক্ষাৎ হয়নি ওনার সঙ্গে। উনি( জগদীপ ধনকর )ফোন করেছিলেন। একটা আমন্ত্রণ মিলেছিল। আমি যেতে পারিনি। তারপর টেলিফোন করেছিলেন। রাজনীতিতে আমাদের মধ্যে কোনও তিক্ততা নেই। দিল্লিতে গেলে আমায় তাঁর বাড়ি যেতে বলেছিলেন। যাব। দেখা করব। মতামত পৃথক থাকতে পারে। কিছু কিছু বিষয় বিতর্ক দেখা দিয়েছিল। রাজ্যপাল হিসাবে উনি যা করেছেন, না-করলেই ভালো হত। তাও, ওনার উপস্থিতি উদ্বেগের কোনও কারণ ছিল না। উদ্বেগ হওয়ার কিছু ছিল না। বর্তমান রাজ্যপালের সঙ্গে আমার দেখা হয়নি। অবশ্যই এরপর দেখা হবে। নতুন বিধায়কদের জন্য ওরিয়েন্টেশন কোর্স হবে রাজ্য বিধানসভায়। এই খবর জানিয়ে বিধানসভার স্পিকার বলেন এবারওরিয়েন্টেশন কোর্স করব। বাজেট সেশনের আগে হবে। নতুন বিধায়কদের কি কি ভূমিকা থাকা উচিত, সেটা কোর্স - এ আলোচনা করা হবে। সচিবালয়ের অভিজ্ঞ ব্যক্তিরা এই কোর্স করাবেন। বিধানসভায় সচিব নিয়োগ নিয়ে সুপার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আমার এখানে কোনও অসাংবিধানিক কাজ হয় না।ওএসডি এক জনের নাম প্রস্তাব করে পাঠিয়েছিল। আমরা বলেছি, ৩ জনের নাম পাঠাতে হবে। ৩ জনই সিনিয়র বিচারপতির নাম থাকবে। যাঁদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। এটা নিয়ে বিরোধী দলনেতা কেন বলছেন, জানি না। সচিব নিয়োগের ক্ষেত্রে আমাদের কোনও আপত্তি নেই বলে দাবি করেন স্পিকার
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct