নিজস্ব প্রতিবেদক, কোলাঘাট, আপনজন: পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম মাড়বেরিয়ায় শনিবার ও রবিবার এই দুইদিন ব্যাপী সম্প্রীতি সভা, বস্ত্রবিতরণ ও রক্তদান শিবির (৩য় বর্ষ) উৎসব উদযাপন করা হয় মাড়বেড়িয়া সানসাইন অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে। শনিবার অনুষ্ঠিত হয় সম্প্রীতি সভা ও বস্ত্র বিতরণ। কমপক্ষে ১০০-১৫০ জন দরিদ্র অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ। এই মহতী সভায় প্রায় ৫০-৫৫ জন রক্তদাতা রক্ত দান করেন । উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক (বিধায়ক পটাশপূর), খাদ্য কর্মাধ্যক্ষ শেখ সিরাজ খান, , নারী কল্যাণ কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, দানবীর ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি শেখ জুবায়ের হোসেন শিমুল, আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবী পার্থসারথি মাইতি, বিশিষ্ট সমাজসেবী প্রণব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক বলই সামন্ত, শিক্ষক সত্যজিৎ বাবু, সমীরণ বাবু.সমাজবন্ধু সুকেশ মন্ডল এবং এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাড়বেড়িয়া সানশাইন অ্যাসোসিয়েশনের সদস্য শিক্ষক আকরাম মোহাম্মদ , সভাপতি জিয়াউর রহমান সেক্রেটারি শিক্ষক ইমরান মোহাম্মদ, মোঃ কুতুবুদ্দিন, আনারুল, শামীম, মহসিন, আনোয়ার এছাড়াও অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য। অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডে সকল অতিথি ও এলাকার মানুষ খুশি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct