সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সরকারি ভাবে ঘোষিত না হলেও রাজনৈতিক গত ভাবে একপ্রকার পঞ্চায়েত ভোটের দামামা বেজে উঠলো তাদের বিভিন্ন দলীয় কর্মসূচির মাধ্যমে। সেইরূপ হিসেবে বীরভূম জেলা আম আদমি পার্টির পক্ষ থেকে সিউড়ি মৌমাছি ক্লাবের সন্নিকটে বাংলা নির্মাণ অভিযান কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে দলীয় পুস্তক, লিফলেট বিতরণ এবং পোষ্টার সাটানো হয় এলাকায়। এছাড়া পথ সভা ও অনুষ্ঠিত হয়। আম আদমি পার্টির বীরভূম জেলা অধ্যক্ষ বিশ্বদ্বীপ মৈত্র জানান জনগণ এক্ষেত্রে খুব সাড়া দিচ্ছে, সকলেই পরিবর্তনের আওয়াজ দিচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে সদস্য সংগ্রহ, সংগঠন মজবুত করা। এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে সংগঠনের ভীত দেখে প্রার্থী দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct