মনিরুজ্জামান, ব্যারাকপুর, আপনজন: কেন্দ্রের জনবিরোধী নীতি ও বিজেপি সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে সোমবার উত্তর ২৪ পরগনার দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় ব্যারাকপুর স্টেশন রোডে। এই জনসভায় রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপি ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে। যে কোনও উপায় অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকার পথ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ যেভাবে তাদের বর্জন করেছেন, ঠিক তেমনিভাবে আগামী দিনে ভারত থেকেও তাদের বিতাড়িত করবেন মমতা ও অভিষেকের নেতৃত্বে মা মাটি মানুষের জনগণ। তিনি আরও বলেন, অভিষেক আতঙ্কে বিজেপির নেতারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে উন্নয়নকে সামনে রেখে মানুষের পাশে গিয়ে দাঁড়ান তা অন্য কোনও দলে দেখা যায় না। এখানে নারী শক্তি অত্যন্ত সম্মানের সঙ্গে মানুষের জন্য সেবা করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক তাঁর ভাষণে বিজেপিকে আক্রমণ করার বাংলায় যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে তাকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মা মাটি মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। সাংসদ অর্জুন সিং দাবি করেন বিজেপি একটি ভন্ড রাজনৈতিক দল যাদের নির্দিষ্ট কোনও ইস্যু নেই। এই রাজনৈতিক জনসভায় উপস্থিত ছিলেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ,উপ মুখ্য সচেতক তাপস রায়, বিধায়ক মদন মিত্র, অভিনেতা তথা বিধায়ক রাজ চক্রবর্তী,বিধায়ক সোমনাথ শ্যাম,বিধায়ক মঞ্জু বসু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস, ছিলেন কেয়া দাস, সোনালী সিং অন্যান্য চেয়ারম্যান, কাউন্সিলর সহ আরওঅনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct