সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের চোয়াপাড়া অঞ্চলের পদ্মা ভবনের পাশেই রাজ্যে সড়ক ঘিষে তৈরি হচ্ছে আইএনটিটিইউসির কার্যালয়। কার্যালয় তৈরি করার সময় বাধা দেয় জমির এক শরিক। সূত্রের খবর হাপিজুল মন্ডল নামের এক ব্যক্তি আইএনটিটিইউসির অফিস করা নিয়ে শনিবার এলাকার জলঙ্গি থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জলঙ্গি থানার পুলিশ ইন্টাটুক কার্যালয় তৈরি কাজ বন্ধ করার নির্দেশ দেন। ঘটনার খবর শোনার আইএনটিটিইউসি জলঙ্গি ব্লক সভাপতি ফিরোজ আহমেদ এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদের নেতৃত্বে অভিযোগকারী সঙ্গে কথা বলার পরে সমস্যার সমাধান করা হয়।
পরবর্তী সময়ে অভিযোগকারী জলঙ্গি থানায় পুনরায় লিখিত দিয়ে অভিযোগ প্রত্যাহার করার আবেদন করে । ব্লক তৃণমূলের এক নেতা জানান, তৃণমূল কংগ্রেসেরই এক শাখা সংগঠনের জেলা নেতৃত্বের ইন্ধনে সমস্ত ঘটনা টিঘটছিল। জলঙ্গি ব্লক আই.এন.টি.টি.ইউ.সি.-র ব্লক সভাপতি ফিরোজ আহমেদ বলেন যদি কেউ তৃণমূল কংগ্রেস করে থাকে তাহলে তারা কোন মতেই এই কাজের সঙ্গে জড়াতে পারে না । কারণ INTTUC সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসেরই একটি শাখা সংগঠন । আমরা সেই সংগঠনের কার্যালয় তৈরি করছি ।অভিযোগ কারি হাফিজুল মন্ডল জানান জায়গাটি আমাদের শরিকানা সম্পত্তির সামনে। আমার খুড়তুতো ভাই জোহাদুল ইসলাম ওই সংগঠনের সাধারণ সম্পাদক। সে আমার অন্যান্য ভাই-বোনদের সঙ্গে কথা বলে কার্যালয় তৈরি করছিল বিষয়টা আমার না জানা থাকায় থানায় অভিযোগ দায়ের করেছিলাম সেটা পুনরায় তুলে নিলাম সোমবার
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct