সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: খয়রাসোল ব্লকের লোকপুর এলাকায় এবছর বর্ষার চাষ সেভাবে হয়ে ওঠেনি, যা একপ্রকার খরা এলাকা হিসেবে চিহ্নিত। ইতিমধ্যে শষ্য বীমার টাকা রাজ্য সরকার কর্তৃক চাষীদের ব্যাঙ্কের মাধ্যমে প্রদান করা হয়েছে। সেই সমস্ত গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় টাকা চেক করানোর জন্য বা ছাড়ানোর জন্য লোকপুর পশ্চিম বঙ্গ গ্রামীণ ব্যাংকের মধ্যে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় সোমবার । স্থানীয় লোকপুরে পশ্চিম বঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের সম্মুখে অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয় গ্রাহকদের জন্য। উপস্থিত ছিলেন লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব ও যুব নেতৃত্ব। লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক সুনীল কুমার সাহা আজকের ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বলেন মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পের সাথে সাথে শষ্য বীমা ও একটু অন্যতম। রাজ্য সরকার শষ্য বীমার টাকা ছাড়াই চাষী তথা গ্রাহকরা নিজের নিজের ব্যাঙ্কের পাশবই হাতে আপডেট করার জন্য কেউবা টাকা তোলার জন্য ব্যাঙ্কের সামনে জমায়েত হয়েছেন। যাহাতে কারো কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা না হয় সেই উদ্দেশ্যে লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct