এম মেহেদী সানি ও আব্দুস সামাদ মণ্ডল, কলকাতা, আপনজন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর প্রসঙ্গে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার পথে নামল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ‘বদমাইশ’ বলে মন্তব্য করেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। আর এই মন্তব্যের প্রতিবাদে ফুঁসেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট জমিতে প্রস্তাবিত হোস্টেল, খেলার মাঠ , স্টাফ কোয়াটার, লাইব্রেরি সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার দাবি তোলেন আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা, পাশাপাশি ফিরহাদ হাকিমের মন্তব্যর নিন্দা জানিয়ে সরব হন আলিয়ার ছাত্র-ছত্রীরা। উল্লেখ্য সম্প্রতি নবান্নে একটি বৈঠকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের সামনে দুই বিঘা জমিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজকে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। সেসময় ফিরহাদ হাকিম আলিয়ার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “ওরা বদমাইশ। ওদের সঙ্গে কথা বলে হবে না। করে নিতে হবে।” সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। সোমবার ফিরহাদ হাকিমের ওই মন্তব্যের তীব্র নিন্দা করে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ ২০১৬ সাল থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের সংলগ্ন জমিতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল এবং খেলার মাঠ গড়ে তোলার জন্য একাধিকবার শিক্ষা দপ্তরে প্রস্তাব জানিয়ে আসছিল কিন্তু প্রস্তাবিত কাজ এখনও শুরু হয়নি। এই ব্যাপারে আলিয়ার ছাত্র সাজিদুর রহমান বলেন আমাদের জমি পড়ে নেই ফেলে রাখা হয়েছে সেটা পরিকল্পিতভাবে। অতএব অতিসত্বর সেখানে আলিয়ার হোস্টেল গড়তে হবে। আরেক ছাত্র জুলকার খান বলেন, আমাদের জমি কেড়ে অন্যদেরকে দেবে কেন তাদেরকে অন্য জায়গায় আরো অনেক বেশি দিক আমাদের কোন অসুবিধা নেই তবে আমাদের এক কাঠাও দেব না ।
মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের মাঝে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান জানতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তাহের কামরুদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। যদিও সংশ্লিষ্ট বিষয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান সাইফুল্লাহ সামিম আপনজন সাংবাদিককে জানান, ‘আমরা জমি দেব না এ কথা কখনো বলিনি, যদি প্রয়োজন হয় তাহলে জমির কিছুটা অংশ দেওয়া যেতে পারে। কিন্তু বিনিময়ে আমাদের অন্যত্র জমি দিতে হবে। এটা আমাদের একটা রেজুলেশনও হয়েছিল। আমরা গভর্নমেন্ট বা কর্তৃপক্ষকে সেটা জানিয়েছিলাম। তাঁরা সে কথায় কর্ণপাত করেননি বলেই আমি জানি। তারা সেই প্রস্তাবগুলিকে নস্যাৎ করে দিয়ে জমিটা দিতে হবে এটাই ছিল তাদের দাবি।’ পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের নিন্দা জানিয়ে সাইফুল্লাহ সামিম বলেন ‘যে ভাষায় একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ আমাদের ছাত্রদের অসম্মানজনক কথা বলেছেন। এটা ন্যূনতম কান্ডজ্ঞান যাদের আছে এবং আত্মসম্মানবোধ যাদের আছে তাঁরা বলতে পারেন না।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct