আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে সফরে এসেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। রোববার (৪ ডিসেম্বর) তিনি দেশটিতে পৌঁছান বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সফরের শুরুতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লাতিফ আল-জায়ানি বিমানবন্দরে ইসরায়েলি প্রেসিডেন্টকে স্বাগত জানান। ২০২০ সালে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে ছোট উপসাগরীয় দেশটিতে এটিই কোনও ইসরায়েলি রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। সফরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এবং ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠক করেন। বাহরাইন সফরের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাবেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে আলোচনা শুরুর পর কয়েক দশকের মধ্যে প্রথম আরব রাষ্ট্র হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct