আপনজন ডেস্ক: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদ্যাপন করা হলো। এ উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নানা উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও। ২০২২ সালের শেষ সময়ে এসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নানা উৎসব চলছে দেশটিতে। পার্শ্ববর্তী দেশ কাতারে বিশ্বকাপের রেশ ধরে এই উৎসবের ব্যাপকতা আরও বেশি বেড়েছে। দেশটিতে ১ ডিসেম্বর থেকে ৪ দিনের ছুটি ঘোষিত হওয়ায় বাংলাদেশিরাও মেতেছে নানা আয়োজনে। ছুটির দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য পিকনিক, মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা, নৌবিহার, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজন করেছে প্রবাসীরা। বাংলাদেশের বিজয় দিবস সামনে রেখে প্রবাসীদের এই আয়োজনগুলো অব্যাহত থাকবে আরও কিছুদিন। একজন প্রবাসী বলেন, অনেকদিন পর এভাবে উন্মুক্ত পরিবেশে জাতীয় দিবস পালিত হলো। আগে অনেক প্রতিবন্ধকতা ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct