আপনজন ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরে প্রাদেশিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও অন্যান্য অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। খবর বার্তা সংস্থা রয়টার্সের। রোববার (৪ ডিসেম্বর) সোয়েদা শহরের প্রশাসনিক ভবনের বাইরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ক্ষুব্ধ জনতা। এ সময় নিত্যপণ্য-খাবার ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্লোগান দেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct