সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: পঞ্চায়েত নির্বাচনের আগে রাণীনগরে বিরোধী শিবিরে ভাঙন। মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনি সিংহ রায় সহ দুই বিধায়ক সৌমিক হোসেন ও আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ৬০ জন সিপিএম এর কর্মী সমর্থক। মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভার রানীনগর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে ঐতিহাসিক কর্মীসভা। এই কর্মী সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করলেন ব্লক থেকে জেলা নেতৃত্ব। সভা অনুষ্ঠিত হয় রাণীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শাহ আলম সরকার, সহ-সভাপতি মেহবুব মুর্শিদ সহ কর্মী সমর্থকগণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct