নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: রাস্তার দোকানের পাশে রান্না হচ্ছে অঙ্গনওয়াড়ির খাবার, পরিকাঠামোর অভাবে বন্ধ পড়াশোনা। নদিয়ার নবদ্বীপের ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ প্রথমে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নোটিস দিয়ে ঐ ওয়ার্ডের ইচ্ছাময়ী জিএসএফপি নামে একটি প্রাইমারি স্কুলে জানানো হয় যে সেখানের একটি ঘর খুলে দেওয়ার জন্য সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারের বাচ্চাদের লেখা পড়া এবং তাদের জন্য খাবার রান্না করা হবে। কিন্তু কয়েক বছর সেখানে অঙ্গনওয়াড়ি স্কুল হিসাবে ব্যবহার করলে পরে মেরামতির জন্য তাদের ওই স্কুল ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। পরবর্তীতে সেই ওয়ার্ডের জনপ্রতিনিধিকে জানিয়ে পাশ্ববর্তী একটি স্কুলে ক্লাস চলছিল কয়েকবছর। কিন্তু প্রায় ৩ দিন যাবৎ ওই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বাইরে বের করে দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের। বলা হয় আর সেখানে রান্না করা বা ক্লাস নেওয়া যাবে না। রান্নার জন্য সেখানের ঘরের রং নষ্ট হচ্ছে। আগের স্কুলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করলে সেখানেও ঢুকতে দিতে চাননি ওই স্কুলের প্রধান শিক্ষক। নিরুপায় হয়ে সেই অঙ্গনওয়াড়ির স্থান হয়েছে রাস্তার পাশে একটি দোকান ঘরের সামনে এক অস্বাস্থ্যকর পরিবেশে। শুধু তাই নয় বাচ্চাদের ক্লাস করাতে পারছেন না অঙ্গনওয়াড়ি কর্মীরা। অভিযোগ বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হওয়ায় দুশ্চিন্তায় বাচ্চাদের অভিভাবক থেকে শুরু করে গর্ভবর্তী মায়েরা। এক অঙ্গনওড়ি কর্মী জানান এই সেন্টারে ২৫ জন বাচ্চা পরে এবং প্রায় ৪৫ জন খাবার নেন । ফলে যদি এইখানে কোনো সমস্যা হয় তবে তার দায় কে নেবে ?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct