আপনজন ডেস্ক: ইরানে নৈতিকতা পুলিশকে বাতিল করা হয়েছে। কঠোর পোশাক নীতি লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনির গ্রেপ্তার ও মৃত্যুর কারণে দুই মাসেরও বেশি সময় বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। স্থানীয় গণমাধ্যম রবিবার এ তথ্য জানিয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরির বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ‘বিচার বিভাগের সঙ্গে নৈতিকতা পুলিশের আর কোনো সম্পর্ক নেই’ এবং বাহিনীটি বিলুপ্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ধর্মীয় সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেছেন। সেখানে একজন অংশগ্রহণকারী ‘কেন নৈতিকতা পুলিশ বন্ধ করা হচ্ছে’ জিজ্ঞেস করলে তিনি এ মন্তব্য করেন। নৈতিকতা পুলিশ আনুষ্ঠানিকভাবে গাশত-ই এরশাদ বা ‘গাইডেন্স প্যাট্রল’ নামে পরিচিত। কট্টর প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ক্ষমতায় থাকাকালীন ‘শালীনতা ও হিজাবের সংস্কৃতি’ ছড়িয়ে দেওয়ার জন্য এই বাহিনীটি প্রতিষ্ঠিত হয়েছিল। নারীরা যাতে মাথা ঢেকে রাখে এই বাহিনী তা নিশ্চিত করায় কাজ করত। ২০০৬ সাল থেকে বাহিনীটি টহল দেওয়া শুরু করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct