ফের ক্ষপণাস্ত্র চালিয়েছ অার তা সফল হয়েছে বলে দাবি করল উত্তর কোরিয়া। রবিবার স্থানীয় সময় বিকেলে মাঝারি পাল্লার ওই প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। মঙ্গলবার উ. কোরিয়ার সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে বৈঠকে বসবেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা৷
এ ব্যাপারে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, সামরিক কাজে ব্যবহারের জন্য তাদের পারমাণবিক অস্ত্র ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। তবে হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সবশেষ তিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে রবিবারের ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা সবথেকে কম। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, পুকচাং-এর কাছের একটি এলাকা থেকে রবিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ কিলোমিটার দূরবর্তী এলাকায় গিয়ে পড়ে। এর মাত্র এক সপ্তাহ আগেই ভারী পারমাণবিক ওয়্যারহেড বহনের সক্ষমতা যাচাই করতে নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং এলাকা থেকে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct