আপনজন ডেস্ক: কাতারসহ মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ইসলামী পোশাক জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বকাপের বিদেশি দর্শকদের মধ্যে। পায়ের গোড়ালি পর্যন্ত দীর্ঘ সাদা জুব্বা ও লাল রুমাল এবং হিজাব ও বোরকা পরে আনন্দে মেতে উঠেছেন অনেকে। স্থানীয় সংস্কৃতি ও পোশাক ধারণ করে জীবনের প্রথম দুর্দান্ত সব অভিজ্ঞতায় মেতে উঠেছেন তাঁরা। দোহার শত বছরের পুরনো সুক ওয়াকিফ এখন বিশ্বকাপের ফ্যান ও দর্শকদের মিলনক্ষেত্র। সেখানে এসে পছন্দের কাপড় বাছাই করছেন সবাই। দীর্ঘ পোশাকের সঙ্গে যুক্ত রয়েছে পছন্দের দেশের পতাকা ও জার্সি। গাতরা নামে পরিচিত রুমাল মাথায় নিয়ে গায়ে জুব্বা পরছেন তাঁরা। এসব পোশাক পরতে সহযোগিতা করছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলগুলো। বিশ্বকাপ দেখতে এসে জীবনের প্রথম জুব্বা পরার অভিজ্ঞতার কথা জানান যুক্তরাষ্ট্রের ফ্যান স্টিভ লভেল। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমার জন্য এমন পোশাক পরার অভিজ্ঞতা সত্যিই দুর্দান্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct