আপনজন ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ইমামসহ অন্তত এক ডজন মুসল্লি নিহত হয়েছেন। শনিবার রাতে এশার নামাজের সময় মসজিদে হামলার এ ঘটনায় আরও কয়েকজন মুসল্লিকে অপহরণ করা হয়। রোববার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct