আব্দুস সামাদ মন্ডল, ফুরফুরা, আপনজন: মুজাদ্দেদে জামান দাদা হুজুর হজরত আবুবকর সিদ্দিকী রহ.-এর নিজ হাতে প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে বাংলার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফের ওয়াই এম এ ফুটবল মাঠে। এদিন কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ ক্বারী জাকারিয়ার কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি দেখানো হয়। উদ্বোধন করা হয় সংগঠনের ওয়েবসাইট। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান ড. অমিত দে। তিনি বলেন, এই বাংলার মানুষদের সর্ব রকম শিক্ষা, স্বাধীনতা, চেতনার ইত্যাদির বিকাশ ঘটিয়েছিলেন ফুরফুরার পীর আবু বকর রহ.। তিনি তার নিজ হাতে তৈরি এই সংগঠনও তৈরি করেছিলেন মানুষকে সজাগ করতে। তিনি বাংলা জুড়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বার্তা দিয়েছিলেন সম্প্রীতির। এছাড়া উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুস সালাম। সমাবেশে তিনি জমিয়তে উলামায়ে বাংলা ও পীর হজরত আবুবকর সিদ্দিকী রহ.-বেশ কিছু তথ্য পেশ করেন। এছাড়া উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর সাহেব, পীরজাদা, সমাজসেবী, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ। তাদের মধ্যে উল্রেখযোগ্য হলেন, জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, জমিয়তে উলামায়ে বাংলার সভাপতি পীরজাদা মাওলানা মোঃ ইমরান সিদ্দিকী প্রমুখ। হাজার দশেক সাধারণ মানুষ এদিনের অনুষ্ঠানে অংশ নেন। সভাপতির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct