আপনজন ডেস্ক: রবিবার কংগ্রেস ঘোষণা করেছে যে তারা আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ছত্তিশগড়ের রায়পুরে তিন দিনের প্লেনারি অধিবেশন করবে। দলটি আরও ঘোষণা করেছে, ভারত জোডো যাত্রার ফলো-আপ হিসাবে, তারা ২৬ জানুয়ারি থেকে দুই মাসের জন্য ‘হাত সে হাত জোড়ো অভিযান’ নামে একটি বিশাল প্রচার চালাবে, যার অংশ হিসাবে পদযাত্রা বের করা হবে। রাহুল গান্ধীর একটি চিঠি যা যাত্রার মূল বার্তা দেবে তার সঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে একটি ‘চার্জশীট’ সম্বলিত তথ্য জনগণের মধ্যে বিতরণ করা হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দ্বারা গঠিত কংগ্রেস স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct