আপনজন ডেস্ক: ১৯৯২ সালের মুম্বাইতে সিরিয়াল বোমা বিস্ফোরণের ছদ্মবেশে মুসলমানদের মানহানি করার ষড়যন্ত্র করা হয়েছিল। একজন ব্যক্তির অসামাজিক কাজ সমগ্র জাতির মানহানি করতে পারে না ও এটি এই জাতির পরিচয়ও হতে পারে না। মারাঠি টিভি চ্যানেল এবিপি-মাজা-এর পশ্চিম ভারতের সম্পাদক জিতেন্দ্র দীক্ষিত জিতেন্দ্র দীক্ষিতের লেখা বই ‘মুম্বাই আফটার অযোধ্যা এ সিটি ইন ফ্লাক্স’ রবিবার বাজারে ছাড়া জয়। সেই বইয়ে তার মতামত প্রকাশ করতে গিয়ে এই মতামত ব্যক্ত করেছেন। বইটি বাবরি মসজিদ শহীদ হওয়ার পরে মুম্বাইয়ে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা এবং তার পরে ধারাবাহিক বোমা বিস্ফোরণ নিয়ে লেখা। জিতেন্দ্র দীক্ষিত মুম্বাইয়ের একটি ঘনবসতিপূর্ণ মুসলিম এলাকা ডংরির কাছে মসজিদ বন্দর স্টেশনের কাছে বড় হয়েছেন। তিনি তার বইয়ে এসব সাম্প্রদায়িক দাঙ্গা ও বোমা বিস্ফোরণের বিস্তারিত পর্যালোচনা করেছেন। সাম্প্রদায়িক দাঙ্গার দিনগুলি স্মরণ করে দীক্ষিত বলেন, যে তার শৈশব কালে মুম্বাইয়ের মুহাম্মদ আলি রোডে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস বইটির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। পরে পুলিশ গুলি চালায়। যেখানে ১২ জন মুসলিম যুবক নিহত হয়। এছাড়াও, তিনিও দর্শক হয়ে প্রতিবাদে যোগ দেন। আর এ সময় তার পায়ে কাঁচের বোতলও আটকে যায়, যার ফলে তার রক্তক্ষরণ হয়। জিতেন্দ্র দীক্ষিত বলেন, আহত অবস্থায় একজন ধার্মিক মুসলিম প্রবীণ তাকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, যা তারা কখনো ভুলতে পারে না। তিন বছরের অক্লান্ত পরিশ্রমের পর লেখা এই বইয়ে বাবরি মসজিদ শহীদ হওয়ার পর মুম্বাইয়ের বদলে যাওয়া চেহারার কথা উল্লেখ করেছেন দীক্ষিত। মুম্বাইয়ে সাম্প্রদায়িক দাঙ্গা এবং বোমা বিস্ফোরণের কথা উল্লেখ করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সকলের মনে সাম্প্রদায়িকতার বিষ দ্রবীভূত করেছে। এছাড়াও, আমরা যদি এখনও হিন্দু-মুসলিম ঐক্য পরিচালনা ও বজায় না রাখি, তবে সেই দিন দূরে নয় যেদিন দেশ গৃহযুদ্ধের মুখোমুখি হবে ও আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবো।
দীক্ষিত তার বইয়ে মুম্বাইয়ে গ্যাং ওয়ার এবং বাবরি মসজিদের শহীদ হওয়ার পর কীভাবে সাম্প্রদায়িকতা আন্ডারওয়ার্ল্ডকে দখল করে নেয় এবং কীভাবে শহরের রাজনীতিতেও পরিবর্তন হয়েছিল তাও উল্লেখ করেছেন। জিতেন্দ্র দীক্ষিতের মতে, মু্ম্বাই বিস্ফোরণ একজন ব্যক্তির কারণে হলেও, তা সমগ্র মুসলিম জাতিকে কালিমালিপ্ত করা হচ্ছে। এটা কোনওভাবেই কাম্য নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct