এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা পৌরসভা বর্ষব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্ধ-শতবর্ষ উদযাপন করছে। এই উপলক্ষে শনিবার গোবরডাঙ্গা পৌর টাউনহলে স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। এদিন গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে প্রতিবন্ধী দিবস উপলক্ষে দৃষ্টিহীনদের জীবন কাহিনী অবলম্বনে একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শংকর দত্ত বলেন ‘গোবরডাঙ্গা পৌরসভা কর্তৃক প্রকাশিত এই স্মারক গ্রন্থের মধ্যে সুপ্রাচীন এই জনপদের সমস্ত তথ্য তুলে ধরবার চেষ্টা করেছি।’ স্মারক গ্রন্থে বহু গুণীজনদের তথ্য সমৃদ্ধ লেখনীর মধ্যে দিয়ে গোবরডাঙ্গার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে শনিবার ওই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন গোবরডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান সুভাষ দত্ত। গোবরডাঙ্গা পৌরসভার সমৃদ্ধির লক্ষ্যে সার্ধ-শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত এক অতিথির পক্ষ থেকে গোবরডাঙ্গা পৌরসভা নিজস্ব আর্কাইভ প্রকাশের প্রস্তাব দেন। গোবরডাঙ্গা শহর ঐতিহাসিক ভাবে বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ায় গবেষকদের সুবিধার জন্য তিনি এই প্রস্তাব পেশ করেন। এপ্রসঙ্গ গোবরডাঙ্গার চেয়ারম্যান শংকর দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ‘তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব দিয়েছেন, আমি এটা বোর্ড অব কাউন্সিলে আলোচনা করব।’এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত, প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত, পৌরসভার প্রশাসনিক আধিকারিকবৃন্দ, প্রাক্তন এবং বর্তমান কাউন্সিলরবৃন্দ, ছিলেন গোবরডাঙ্গার সর্বস্তরের বিশিষ্টজনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct