রাকিবুল ইসলাম, নওদা, আপনজন: এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নওদায়। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের নওদা থানার কেদার চাঁদপুর এলাকায়। মৃত ওই ব্যাক্তির নাম তারকনাথ চক্রবর্তী, বয়স ৪২। মৃতের পরিবারের দাবি শুক্রবার রাতে পাশের পাড়ায় অন্নপ্রাশন এর ভোজ খেতে গিয়েছিলেন আর ফিরেনি বাড়ি। শনিবার সকালে খবর পাই কেদারচাঁদপুর এলাকায় বিলের ধারে পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে নওদা থানার দেহ উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তারকনাথ চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct