জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: ধোঁয়াশা থাকলেও বোর্ডও গঠিত হয়ে গেল বিচিত্র এক আইনি জটিলতার মধ্যে। শনিবার ঝালদা পৌরসভার নতুন পৌরপ্রধান নির্বাচন করল পৌরসভার সংখ্যাগরিষ্ঠ সাতজন কাউন্সিলর।এদিন কংগ্রেস ও নির্দলের মধ্য থেকে পৌরসভার নতুন পৌর প্রধান নির্বাচিত হলেন নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে যদিও আগেই জটিলতা সৃষ্টি হয়েছে বলে পুরো বিষয়টি নিয়ে আদালতে জানাচ্ছে কংগ্রেস। দলের জেলা সভাপতি নেপাল মাহাতো জানিয়েছেন প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে তারা হাইকোর্টে মামলা করেছেন।উল্লেখ্য শুক্রবার কলকাতা পৌর ও নগর উন্নয়ন দপ্তর সাময়িকভাবে ঝালদা পৌরসভায় পৌরপ্রধান নিযুক্ত করেছেন তৃণমূলের কাউন্সিলার জবা মাছুয়ার কে। এই জটিল পরিস্থিতিতে সংখ্যা গরিষ্ঠ কাউন্সিলরদের সভায় আইনী জটিলতা সৃষ্টি হয়েছে বলে দাবি কংগ্রেসের। গত ১৩অক্টোবর ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের পাঁচ ও নির্দলের এক কাউন্সিলর। এই পুরসভায় মোট বারোটি আসনের মধ্যে কংগ্রেস ও তৃণমূল পেয়েছিল পাঁচটি করে আসন দুটি আসন জয় করেছিলেন নির্দলেরা। পরে দুইজন নির্দলের সমর্থনে পৌর বোর্ড গঠন করে তৃণমূল। তৃণমূলকে সমর্থনকারী সেই নির্দল ২ কাউন্সিলর এখন কংগ্রেসের পক্ষে রয়েছেন । ফলে পরিষ্কার অংক এখন সংখ্যা গরিষ্ঠ কংগ্রেসের ও নির্দলের বোর্ড। কংগ্রেস ও নির্দলের আনা অনাস্থার পক্ষে ভোটাভুটি হলে ৭-০ ভোটে অপসারিত হন পৌর প্রধান। এরপরই পরিস্থিতি জটিল হতে থাকে। বৃহস্পতিবার হঠাৎই নিজের পদ থেকে ইস্তফা দেন পৌরসভার উপপৌরপ্রধান সুদীপ কর্মকার। ফলে বোর্ডের কোন মাথা বা কর্তা না থাকায় তড়িঘড়ি পুরো ও নগরোন্নয়ন দপ্তর অস্থায়ী পৌর প্রধান নিযুক্ত করেছেন বলে প্রশাসন সূত্রে খবর।ফলে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। জেলা প্রশাসন অবশ্যই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। তবে কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাত পরিষ্কার বলেছেন সংখ্যালঘু একটি বোর্ড টিকিয়ে রাখার জন্য জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তৃণমূল। এই পরিস্থিতিতে আদালতেই যাচ্ছেন তারা। জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেছেন বিষয়টি নিয়ে বিজেপির কোনো আগ্রহ নেই।এটি কংগ্রেস ও তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার।তবু সংখ্যাগরিষ্ঠ দল যখন নিজেদের সংখ্যা গরিষ্টতা প্রমাণ করেছে, তিন সেটাকে মান্যতা দেওয়া উচিত বলে তিনি মনে করেন। নেওয়া হলেও তার সাথে স্কুলের কনটিজেন্সি কর্মীদের বেতনের জন্য বাড়তি কিছু করে টাকা পড়ুয়াদের কাছ থেকে নেওয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct