সেখ নুরুদ্দিন, কলকাতা, আপনজন: ভারতীয় কবি লেখক শিল্পী পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে ৩টায় কলেজ স্কোয়ারে অবস্থিত কৃষ্ণ প্রসাদ ঘোষ মেমোরিয়াল হলে ক্ষুদিরাম বসুর জন্মভিটের মাটি দিয়ে শুরু হয় বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন উদযাপন।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্যিক পৃথ্বিরাজ সেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আরণ্যক বসু,পরমানু বিজ্ঞানী অধ্যাপক ডঃ দেবব্রত দত্ত, কবি কৃষ্ণা বসু, রবীন্দ্র গবেষক ডঃ সমর শীল। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ বসু, নীলাচল চট্টরাজ, সুব্রত ভট্টাচার্য, বিদ্যাসাগরের বংশধর অমিতাভ বন্দ্যোপাধ্যায়, জয়দেব ঘড়া, অগ্নিশিখা, বিউটি দাশ, রঞ্জনা কর্মকার প্রমুখ ব্যক্তিত্ব। উক্ত অনুষ্ঠানে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধ্যার্ঘ নিবেদন করার পর স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা প্রদান করা হয়। ভারতীয় কবি লেখক শিল্পী পরিষদের অন্যতম কর্মকর্তা চন্দ্রনাথ বসু, সংগঠনের সভাপতি বরুন চক্রবর্তী,সহ সভাপতি আব্দুল করিম,কার্য্যকরী সভাপতি শিব শংকর বক্সীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল রন্ধন প্রতিযোগিতা।সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুমিতা ধুত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct