এহসানুল হক ও মনিরুজ্জামান, সন্দেশখালি, আপনজন: কাতার বিশ্বকাপ ফুটবল জ্বরে যখন সারা বিশ্ব আক্রান্ত,সেই সময় ফুটবলের মক্কা কলকাতার পার্শ্ববর্তী এলাকা কি করে ফুটবল থেকে দূরে থাকে। ফুটবল বাঙালির আবেগকে নিশ্চিতভাবে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। ফুটবল খেলার মধ্যে দিয়ে রাজনীতির রঙ্গমঞ্চ প্রভাব বিস্তার করে চলেছে জনমানুষে। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান সেখ সাহজাহানের নেতৃত্বে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে সন্দেশখালির ঋষি অরবিন্দ ফুটবল ময়দানে। এই ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্তি, সম্প্রীতি, উন্নয়নের পথপ্রদর্শক বলে উল্লেখ করেন রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন বেলা ১১ টা নাগাদ সন্দেশখালিতে আসেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। টোটো চেপে বল মেরে ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, খেলার মধ্যে দিয়ে যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি হয় তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতেই সম্ভব। তিনি বলেন, বিরোধী দল যতই লাফালাফি করুক পঞ্চায়েত নির্বাচনে মা মাটি মানুষের দলের কর্মীরা বিরোধী দলকে শূন্য ধরিয়ে বাংলা পার করে বিদায় করে দেবে। বাংলার মাটিকে সমৃদ্ধ করতে মুখ্যমন্ত্রী যেভাবে খেলা দিবসকে কেন্দ্র করে ১৬ আগস্ট খেলা দিবস সূচনার মধ্যে দিয়ে ক্রীড়া সরঞ্জাম বিতরণ ও ক্লাব গুলোকে সমৃদ্ধ করেছেন তার ফলেই গ্ৰামগজ্ঞে খেলাধূলার মানোন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দল চোখে সর্ষেফুল দেখবে। এই ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ,জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, তৃণমূল নেতৃত্ব সমিক রায় অধিকারী। অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন সন্দেশখালির কনভেনর শেখ শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌমিক রায় অধিকারী, ছাত্রের যুব নেতা আলমগীর শেখ, জেলা পরিষদের কর্মদক্ষ শিবপ্রসাদ হাজরা, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, রবসের মোল্লা সহ আরও অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct