আজিম শেখ, রামপুরহাট, আপনজন: যে গ্রামে দিন দুপুরে বোমার শব্দে ঘুম ভাঙত, আতঙ্কে থাকতো গ্রামবাসীরা, যে গ্রামে বোমা বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল খুন পাল্টা খুনে আতঙ্কিত ছিলেন গ্রামের বাসিন্দারা, সেই গ্রামে দুই বিবাদমান গোষ্ঠী একত্রিত হয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে। শান্তি ফেরাতে রামপুরহাটের থানা ও রামপুরহাট এক নম্বরের ব্লক সভাপতি উদ্যোগে দুই গোষ্ঠীকে মেল করানো হয় আজ। এর ফলে দুই গোষ্ঠীর একত্রিত হয়ে আজ থেকে কাজ করবে। কোনরকম উস্কানিমূলক ঘটনাই কান দেবেন না তারা। যা হবে নিজেদের মধ্যে বসে আলোচনা করবে। সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ থেকে নতুনভাবে বাঁচবে গ্রামবাসীরা। রক্তদান শিবিরের পাশাপাশি গ্রামবাসীদের সকলের জন্য আয়োজন করা হয়েছে দুপুরের খিচুড়ি ও মাংস রান্না। একত্রিত হওয়ার ফলে আজ থেকে দখলবাটি পঞ্চায়েতের দখলবাটি গ্রামের মানুষেরা শান্তিতে বসবাস করবে মনে করছেন গ্রামবাসী থেকে শুরু করে পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct