আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসির তেঁতুলমুড়িতে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি ট্রফির ফুটবল ফাইনালে জয়ী হল সিমনোড়ী মাঝপাড়া নেতাজী সংঘ। এদিন তারা পুরসা ক্রিয়া ও সাংস্কৃতিক সমিতিকে ১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলাটি তেঁতুলমুড়ি তরুন সংঘের পরিচালনায় তাদের মাঠে অনুষ্ঠিত হয়। খেলার প্রথম অর্ধে দুটি দলই কোন গোল করতে পারেনি। তবে দ্বিতীয় অর্ধের ২৫ মিনিটে পেনান্টিতে একটি গোল করেন সিমনোড়ীর উত্তম হাসদা। ম্যাচের সেরা খেলোয়াড় হন সিমনোড়ীর খেলোয়াড় সমীর হাসদা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন পুরসার তুসার হাসদা। ফাইনালে সেরা গোলকিপার হন সিমনোড়ীর ঝন্টু হালদার। এদিন মাঠে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনিই কবি নজরুল ইসলামের আবক্ষ মুর্তিতে মাল্যদান ও মাঠে সাদা পায়রা উড়িয়ে খেলার সুচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, গলসি বিধায়ক নেপাল ঘরুই, খন্ডঘোষ বিধায়ক নবীনচন্দ্র বাগ, ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল ছাড়াও এলাকার বেশ কিছু অতিথি। তেঁতুলমুড়ি তরুন সংঘের সম্পাদক শেখ সাইফুল হক বলেন, ৪২ বছর ধরে তাদের ক্লাব ওই খেলা চালিয়ে আসছেন। এবারে এলাকার আটটি দল নিয়ে গত ইং ২২ শে অক্টোবর খেলার সুচনা করেছিলেন। প্রতিদিনই খেলার মাঠে অগনিত মানুষ হাজির হয়ে তাদের উৎসাহিত করেছেন। এবারে তাদের ফুটবল মাঠের সেরা দর্শক হন মনহর সুজাপুরের ইব্রাহিম মল্লিক, দরবারপুরের জীবন দাস, শিড়রাইয়ের মৌলানা জিয়াউর রহমান ও দয়ালপুরের ঝন্টু মন্ডল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct