জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে কালিমালিপ্ত করতে জেলাজুড়েই ষড়যন্ত্রের জাল বিছিয়েছে গেরুয়া শিবির। হুগলিতে তৃণমূলের তরফ থেকে এমনই অভিযোগ উঠে আসছে বারবার। এবার সেটাই হাতেনাতে প্রমাণ করলেন বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী। সাধারণত চলতি মাসের ১১ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের টেট পরীক্ষা হতে চলেছে, ইতিমধ্যেই সকল পরীক্ষার্থীদের কাছে অ্যাডমিট কার্ড আসতে শুরু করেছে, এবং সেই অ্যাডমিট কার্ড নেই বিজেপি করে ফেললো কাঁচা কাজ। কিছু পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পাল্টে ফেলা হল পরীক্ষার স্থান, ঠিকানা করা হল কোনটায় পাকিস্তান, কোনটায় বাংলাদেশ। আর এই ধরনের এডমিট কার্ডে ঠিকানা বদলে সোশ্যাল মিডিয়া সাইডে আপলোড করে দেওয়া হল বিজেপির তরফ থেকে।, বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান বলেন, সুষ্ঠভাবে টেট পরীক্ষা হোক বা কিছু ছেলেমেয়ে চাকরি পাক সেটা বিজেপি চায় না, তাই পরীক্ষার্থীদের বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে, অবশেষে ২রা ডিসেম্বর শিল্পী চ্যাটার্জী সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোষ্টের বিরুদ্ধে মগরা থানায় লিখিত অভিযোগ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct