দেবাশীষ পাল, মালদা, আপনজন: সাম্প্রদায়িক সম্প্রতির এক অনন্য নজির মালদায়। মৃত হিন্দু পরিযায়ী শ্রমিকের রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করল মুসলিমরা। এমনি সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর মুসলিমপাড়া এলাকা। জানা গেছে মৃত যুবকের নাম অসিম মাঝি(৩০)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক অনটন মেটাতে কয়েকমাস আগে রাজস্থানে শ্রমিকের কাজে যান ওই যুবক। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের কথা মতো গ্রামের বাড়ি ফিরে আসেন ওই যুবক। পরিবারের লোকজন মালদহে চিকিৎসা করান এবং চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো আর্থিক অনটনের মধ্যেও এলাকাবাসীর সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যান পরিবারের লোকজন। বিগত বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অসীমের। মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নার ভেঙে পড়েন পরিবার পরিজনেরা। তবে মায়ের শেষ ইচ্ছে ছিল মৃত ছেলের একবার মুখ দেখার। আর্থিক কারণেই সমস্যা দেখা দেয়, কেমন করে দিল্লি থেকে গ্রামের বাড়ি মানিকচকের লস্করপুর মুসলিমপাড়া আসবে মৃতদেহ কী করে পূরণ হবে মায়ের ইচ্ছা। মৃত যুবকের বাবার এ যেন মাথায় ভেঙে পড়ে আকাশ। গরিব অসহায় মৃত যুবকের বাবা নথুরাম মাঝির এই অসহায়তার খবর পেয়ে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার মুসলিম ভাইরা। তাদের প্রচেষ্টায় এবং সহযোগিতায় শুক্রবার রাতে যুবকের মৃতদেহ গ্রামের বাড়ি আসে এবং তার মায়ের ইচ্ছা পূরণ হয়। পাশাপাশি রীতিমতো হিন্দু রীতিনীতি মেনে যুবকের শেষকৃত্য সম্পন্ন করেন এলাকার মুসলিম ভাইরা। এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি হল হিন্দু মুসলিম উভয়ের মিলনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct