আপনজন ডেস্ক: শনিবার বিকেল ৫টায় গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। নির্বাচনী প্রচারের শেষ দিনে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে আল্লাহর নামে ভোট চাইতে দেখা গেছে। শনিবার জামালপুরে এক সভায় বক্তব্য দেওয়ার সময় ওয়াইসি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মঞ্চ থেকেই কেঁদে ফেলেন। ওয়াইসি তার দলের প্রার্থীর বিজয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন, এআইএমআইএম জিতুক যাতে কেউ আবার বিলকিস না হয়। ওয়াইসির আবেগময় আবেদনের যে ভিডিওও সামনে এসেছে তাতে ওয়াইসিকে বলতে দেখা গেছে, ইয়া আল্লাহ সাবিরকে এমএলএ বানাও... যাতে আমরা আমাদের জীবনে আর কোনো বিলকিসকে দেখতে না পাই। আল্লাহ সাবিরকে সফল করুন...আল্লাহ যেন আমাদের মেয়েদের এভাবে অসহায় না দেখতে পারি। তখনই ওয়াইসি কান্নায় ভেঙে পড়েন। উর্লেখ্য, গুজরাতে ৫ ডিসেম্বর দ্বিতীয় দফার নির্বাচন ৯৩টি বিধানসভা কেন্দ্রে যেখানে ৮৩৩জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর। ওয়াইসির দল এআইএমআইএম গুজরাত বিধানসভা নির্বাচনে ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ওয়াইসি নির্বাচনে তার প্রার্থীদের বিজয়ী করতে জোর প্রচার চালান।
দ্বিতীয় দফার ভোটের ময়দানে বিশিষ্ট প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (ঘাটলোডিয়া থেকে), পাতিদার নেতা হার্দিক প্যাটেল (ভিরামগাম থেকে) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) নেতা আলপেশ ঠাকুর (গান্ধীনগর দক্ষিণ থেকে)। হার্দিক প্যাটেল এবং ঠাকুর উভয়েই বিজেপি প্রার্থী। সৌরাষ্ট্র, কচ্ছ এবং দক্ষিণ গুজরাতের আসন সহ রাজ্যের প্রথম ধাপে ৮৯টি আসনের জন্য ভোট ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিজেপি, কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় দফায় ৯৩টি আসন উত্তর ও মধ্য গুজরাতের ১৪টি জেলা জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে আহমেদাবাদ, ভাদোদরা এবং গান্ধীনগর। এই বিধানসভা কেন্দ্রগুলিতে ২.৫৪ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। ২৬,৪০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রায় ৩৬,০০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। প্রথম দফায় গড় ভোটের হার ছিল ৬৩.৩১ শতাংশ, যা গতবারের তুলনায় কম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct