আপনজন ডেস্ক: দিল্লির কারকারদুমা আদালত শনিবার ২০২০ সালের দিল্লি দাঙ্গার অভিযুক্ত ছাত্রনেতা উমর খালিদ ও খালিদ সাইফিকে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পাথর ছোড়ার অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছে। তারা ইতিমধ্যে জামিনে ছিলেন। কিন্তু ইউএপিএ আইনে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। উমর খালিদ জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা এবং সাইফি ইউনাইটেড এগেইনস্ট হেট সংগঠনের প্রতিষ্ঠাতা। এ বিষয়ে শুনানি শেষে কারকারদুমা আদালতের অতিরিক্ত দায়রা জজ পুলস্ত্য প্রমচালা খালিদ ও সাইফিকে অব্যাহতি দেন। এর আগে, কনস্টেবল সংগ্রাম সিংয়ের বক্তব্যের ভিত্তিতে এফআইআর-এ তাদের নাম উল্লেখ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি মেইন কারওয়াল নগর রোডের কাছে একটি হিংস্র জনতা পাথর নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কারাওয়াল নগর পুলিশ স্টেশনে খালিদ ও সাইফি সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct