সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: রাজনীতির উন্মুক্ত আকাশে কার্যত উল্কার গতিতে উত্থান দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের সংখ্যালঘু মুখ কাশেফুল করুব খাঁনের। যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি থেকে এখন তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক। বুধবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় তৃণমূল যুব কংগ্রেসের নতুন কমিটি। ৪৭ সদস্যের নতুন কমিটিতে সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছেন ভাঙড়ের উচ্চ শিক্ষিত তরুণ কাশেফুল করুব খাঁন। ৪৭ সদস্যের নতুন কমিটিতে ১৭ জন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার মধ্যে একমাত্র সংখ্যালঘু প্রতিনিধি কাশেফুল। কাশেফুল ২০১৩ সালে ভাঙড় ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হন। একই বছরে তিনি ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন এবং পঞ্চায়েত সমিতির শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষের পান। এর আগে তিনি ২০১১ সালে তৃণমূল যুবার ভাঙড় বিধানসভা কমিটির সভাপতি পদ সামলে ছিলেন। ১৯৯০ সালে কাশেফুল ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল লতিফ খাঁন একজন ব্যবসায়ী এবং মা আমাতুল খাঁন গৃহবধূ। কাশেফুল তিন ভাইয়ের মধ্যে সবার বড়। ভাঙড় উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান একাডেমি থেকে বিবিএম সম্পন্ন করেন। এরপর তিনি সল্টলেকের টেকনো ইন্ডিয়া কলেজ থেকে বিবিএ ও পিজিপিএ পাশ করেন। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটিতে সম্পাদক পদ পেয়ে কাশেফুল উচ্ছ্বসিত ও কৃতজ্ঞ। আপনজন-কে এবিষয়ে বলেন, ব্লক স্তর থেকে রাজ্য স্তরের পদে আসীন হতে পেরে আমি উচ্ছ্বসিত, আপ্লুত। এজন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের অধিনায়ক অভিষেক বন্দোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct