সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল আসরে নেমে পড়েছে সাংগঠনিক বৃদ্ধির লক্ষ্যে।সভা, পাল্টা সভার মাধ্যমে শক্তি প্রদর্শন করতে এখন থেকে মরিয়া। দিন কয়েক পূর্বে আসানসোল এজলাস থেকে বেরোনোর সময় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল দলীয় কর্মীদের নির্দেশ দেন, বীরভূমে মিঠুন চক্রবর্তী বিজেপির সভা করার পরেই পাল্টা সভা করার। সেই হিসেবে বিজেপির সভা ৫ দিন গত হতে না হতেই শুক্রবার পাল্টা সভার আয়োজন করে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উল্লেখ্য গত ২৭নভেম্বর বিজেপির কর্মী সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্ত ,ভারতী ঘোষ, সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। সেই একই মাঠে ২ ডিসেম্বর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একই জায়গায় অর্থাৎ মল্লারপুরের নিমিতলা মাঠেই করা হল পাল্টা সভা। এই উপস্থিত ছিলেন তৃণমূলের আইটি সেলের স্টেট-ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য্, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, বীরভূমের দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, হাসন বিধান সভার বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, ত্রিদিব ভট্টাচার্য, সৈয়দ সিরাজ জিম্মি, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ রায় প্রমুখ একঝাঁক নেতৃত্ব। দেবাংশু ভট্টাচার্যকে ঘিরে শ্রোতাদের উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট।
বিজেপির সভা থেকে সেদিনের লক্ষী ভান্ডার সহ অন্যান্য ক্ষেত্রে পাঁচশত টাকার পরিবর্তে বিজেপি ক্ষমতায় এলে দুহাজার টাকা ঘোষণা সম্পর্কে মন্তব্য করেন দেবাংশু ভট্টাচার্য্য। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী সমস্ত কিছুই তাহলে তো ডবল ডবল হয়ে যাবে। দিদিকে আটকাতে এগুলো সব গল্প ফাঁদা হচ্ছে। হিন্দু মুসলিম বিভাজন ঘটিয়ে শুধু ফায়দা লোটার চেষ্টা যা বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে তাদের চক্রান্ত। অনেকটা অনুব্রত মন্ডলের স্বভাব ভঙ্গিমায় দলীয় কর্মীদের বলেন ২১ এ খেলা হয়েছে, ২৪ এ খেলা হবে তো? দলীয় কর্মীরা উজ্জীবিত হয়ে তার সূরে সূর মিলিয়ে বলতে থাকে হ্যাঁ, হ্যাঁ। এদিনের সভায় সাংসদ শতাব্দী রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের ও প্রশংসা করে। বলেন যে, অনুব্রত মন্ডলের জন্য জেলায় সংগঠন শক্তিশালী হয়েছে, যা এখনও অটুট আছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে ও তৃণমূল কংগ্রেস জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, বিশ্বাস ভরসা রাখুন, তিনি যে কথা দেন তা তিনি পালন করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct