নিজস্ব প্রতিবেদক, করণদিঘী, আপনজন: উত্তর দিনাজপুরের করণদিঘী থানার অন্তর্গত বুড়িহান এলাকায় প্রতিষ্ঠিত হুদা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত বালক মাদ্রাসা ‘জামিয়াতুল ইমাম আল-আলবানি’-প্রাঙ্গণে গবৃহস্পতিবার “ইসলাম শান্তি ও সম্প্রীতির বার্তাবাহক” নামে একটা সেমিনার, আলোচনাচক্র ও সাধারণসভা অনুষ্ঠিত হয়। দেশের সর্বত্র আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে এদিনের সভা।ড. তারিক বিন সাফিউর রহমান মুবারকপুরির সভাপতিত্বে পবিত্র কুরআন মাজিদের তেলাওয়াতের মাধ্যমে সেমিনার আরম্ভ হয়। সভার সঞ্চালনা করেন তানভির যাকি মাদানি, নিসার আহমাদ মাদানি এবং উবাদুর রহমান বুখারি। সভার শুরুতেই জামিয়ার কর্ণধার মতিউর রহমান শিস মুহাম্মাদ মাদানি উদবোধনী ও স্বাগত ভাষণ দেন। এদিন সভায় ডক্টর মানসুর আলাম মাদানি, সৈয়দ হুসাইন মাদানি, তানভির যাকি মাদানি, নিসার আহমাদ মাদানি, আস্আদ আ’যামি মাদানি, মুহাম্মাদ আশফাক সালাফি, আনওয়ারুল হক ফাইযি, আব্দুল আযিয ফাইযি সহ জাতীয় স্তরের বহু আলেম তাদের আলোচনার মাধ্যমে দেশবাসীকে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। দ্বিতীয় পর্বে সাধারণসভা হুদা ট্রাস্টের সম্পাদক শিস মুহাম্মাদ সালাফি ও জামিয়া আয়েশা আল-ইসলামিয়া, কিশানগঞ্জের প্রিন্সিপাল মুযযাম্মিলুল হক মাদানির সভাপতিত্বে রাত্রি ৯টা পর্যন্ত চলে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় জামঈয়াতে আহলে হাদিসের সভাপতি আসগার আলি ইমাম মাহদি সালাফি। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য ও আন্তর্জাতিক বাগ্মী মতিউর রহমান আব্দুল হাকিম মাদানি, জামিয়া ইমাম বুখারির শিক্ষক আব্দুর রাকিব মাদানি ও বীরভুমের আইনুল হক হাক্কানি, মুর্শিদাবাদের মোহাঃ ইসমাইল মাদানি, বীরভুমের হাশিম মাদানি প্রমুখ। বক্তাগণ সকলকে স্মরণ করিয়ে দেন যে, ইসলাম দয়ার ধর্ম, ভীতি ও সন্ত্রাসের ধর্ম নয়। এই ধর্ম ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের ধর্ম। বিশেষ করে, সত্যিকারের সালাফি চিন্তাধারা অন্যায়, অত্যাচার, সন্ত্রাসবাদ, অরাজকতা, বাড়াবাড়ি ইত্যাদির কঠোর বিরোধী। ইসলাম বিশ্বময় ছড়িতে দিতে চায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য। শান্তির ধর্ম ইসলাম মানুষকে দেশপ্রেম, দেশের নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আর পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির শিক্ষা দেয়। সভায় বাংলা-বিহারের ছয়শতাধিক উলামাসহ আনুমানিক পাঁচ হাজারের বেশি শ্রোতা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct