সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া দু’নম্বর ব্লকের পুরোন্দপুর গ্রাম পঞ্চায়েতের মল্লপাড়া, বাউরিপাড়া, দোলপাড়া, রাসপাড়া সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা।সরকারি উদ্যোগে বছরখানেক আগে গ্রামে পৌঁছেছে পানীয় জলের পাইপ লাইন। প্রথম প্রথম কয়েকদিন পানীয় জল মিললেও দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এই সমস্ত এলাকার মানুষজন। গ্রামের মহিলাদের গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হয় পানীয় জল। সমস্যার কথা বারে বারে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা প্রশাসনকে জানানো হলেও লাভ হয়নি কিছুই। অবশেষে আজ গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা পৌঁছালে,পানীয় জলের দাবিতে আধিকারিকদের ঘিরে গ্রামের মানুষ ক্ষোভ উগরে দেন। যদিও জনস্বাস্থ্য কারিগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার জানান, এলাকায় সমস্যা রয়েছে বলেই মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে,পাশাপাশি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct