নিজস্ব প্রতিবেদক, কাঁথি, আপনজন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা আগেই বিতর্ক তৈরি হল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ি “ শান্তিকুঞ্জ “ প্রায় ২০০ মিটার দূরে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল। সভায় প্রচুর জনসমাগম ও যানজট আশঙ্কায় দেখেই শনিবার কাঁথি শহরে একাধিক স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় একাধিক স্কুল কর্তৃপক্ষ। এনিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছেন অভিভাবকদের মধ্যেই কাঁথি প্রভাত কুমার কলেজ মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থল প্রায় ১৫০ মিটারের মধ্যে কাঁথি কিশোরনগর শরৎচন্দ্র শিক্ষা সদন স্কুল রয়েছে। কাঁথি প্রভাত কুমার কলেজের পঠন পাঠানোর কথা থাকলেও, কিশোরনগর শচরন্দ্র শিক্ষা সদন স্কুলের বার্ষিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একাধিক স্কুলে পরীক্ষা বন্ধ নিয়ে কার্যত ক্ষুব্ধ অভিভাবকরা, কাঁথি একটি স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, কাঁথি শহরে একাধিক এলাকার মেয়েরা স্কুলে পড়তে আসেন। শহরে বড় মাপের সভা হবে শুনেছি। ছাত্রীদের আসছে অসুবিধা হবে। তাই বন্ধ করে দিয়েছি স্কুল। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, একেবারে নজির বিহীন ঘটনা। রাজনৈতিক দলের সবার কারণে ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা বন্ধ হবে এটা কোনোদিন ভাবতে পারিনি। স্কুলের নেটিশ দিয়েছে বলে জানান বিধায়ক অরূপ কুমার দাস বলেন, এই দলটার কাছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা ও নিরাপদ নয়। পরীক্ষা বন্ধ করে দিচ্ছে সবার জন্যই। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, সকাল থেকে কোন মাইক বাজাচ্ছি না। শহরে কোন যানজট হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ চাইলে পরীক্ষা করাতে পারেন। বিরোধী দল অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে। কারণ কোর্টে ধাক্কা খেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct