আপনজন ডেস্ক: মানুষের মস্তিষ্কে যন্ত্র বসানোর পরিকল্পনা করছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টুইটারের কর্ণধার ইলন মাস্ক। যার সাহায্যে অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব, এমনকি যারা চলাফেরায় অক্ষম তাদেরও সাহায্য করবে এটি। ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তার মালিকানাধীন কোম্পানি নিউরালিংক বিশেষ এক ধরণের যন্ত্র (চিপ) তৈরি করেছে। এই চিপ মস্তিষ্কে বসালে মানুষ কম্পিউটারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে। বুধবার যুক্তরাষ্ট্রে এক কোম্পানি প্রেজেন্টেশন অনুষ্ঠানে মাস্ক এই ঘোষণা দেন। যুক্তরাজ্যের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) অনুমোদন দিলে দ্রুত স্বেচ্ছাসেবীদের নিয়ে ট্রায়াল পরীক্ষা শুরু করবেন বলেও জানান তিনি। বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতাকারী প্রতিষ্ঠান টেসলা, মহাকাশযানের যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক ইলন মাস্কের নতুন স্টার্টআপ প্রতিষ্ঠানের নাম নিউরালিংক। চিপটির নামও করা হয়েছে প্রতিষ্ঠানের নামেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct