আপনজন ডেস্ক: ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর ফিলিস্তিনি ঘরবাড়ি থেকে বিতাড়ন করা হয়। বিপর্যয়ের সেই দিনকে স্মরণ করতে প্রতি বছর পালিত হয় নাকাবা দিবস। গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৫তম নাকাবা দিবস পালনের প্রস্তাবটি গৃহীত হয়। এ প্রস্তাবের পক্ষে ৯০টি দেশ ভোট প্রদান করে। বিপক্ষে প্রদান করে ৩০টি দেশ ভোট এবং ভোটদান থেকে বিরত ছিল ৪৭টি দেশ। প্রস্তাবনাটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ এ বছরের শেষ দিকে গৃহীত হয়। ফিলিস্তিনের জাতিংসঘের দূত রিয়াদ মানসুর বলেন, ‘অবশেষে ফিলিস্তিনি জনগণের ওপর যে ঐতিহাসিক অবিচার হয়েছিল তা স্বীকার করে নাকবার ৭৫তম বার্ষিকীকে স্মরণ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। আমাদের জনগণের দুর্দশার স্বীকৃতি, ভুক্তভোগীদের ন্যায়বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও অধিকার পূরণ করা হবে। ’ পাস হওয়া প্রস্তাবনায় ২০২৩ সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের হলে নাকাবা দিবস পালন ও প্রাসঙ্গিক প্রচারণার আহ্বান জানানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct