আপনজন ডেস্ক: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ভয়ানক চাপে পড়েছেন। কারণ, তিন তিনটি দেশ- আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। সম্প্রতি একের পর এক মিসাইল নিক্ষেপ ও পরীক্ষা চালানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। জানা গেছে, উত্তর কোরিয়াকে কোনোভাবেই আলোচনা টেবিলে বসাতে না পারায় নতুন এ নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার দুই মিত্র জাপান এবং যুক্তরাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct