আপনজন ডেস্ক: গুজরাত বিধানসভার নির্বাচন চলছে। এ্ নির্বাচনে সুরাতের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন মুসলিম নির্দল প্রার্থী। তাদের কেউ পোশাকের কারিগর। কেউ গৃহ পরিচারকের কাজ করেন। কেউ আবার মালবাহক। তার জেরেই সুরাতের দুটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে জোর চর্চা চলছে।সুরাতের লিম্বায়ত বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোট ৪৪ জন। তার মধ্যে ৩০ জনই নির্দল। আর, তাদের প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের। আর এই বৃহৎ সংখ্যক প্রার্থী গুজরাতের প্রথম দফার নির্বাচনে প্রার্থীসংখ্যার বিচারে ইতিমধ্যেই প্রথম স্থান অধিকার করেছে। তুলনায় অনেকটাই পিছিয়ে সুরাত পূর্ব বিধানসভা কেন্দ্র। কারণ, সেখানে নির্দল প্রার্থীর সংখ্যা মাত্র ৭। এখানেও নির্দল প্রার্থীদের সকলেই মুসলিম সম্প্রদায়ের। এদের মধ্যে অন্যতম প্রার্থী ভাসিম শেখ সুরাত শহরে একটি গার্মেন্টস ইউনিটে দৈনিক মজুরির ভিত্তিতে ঠিকাকর্মী হিসেবে কাজ করেন। তার বন্ধুস্থানীয়রা তাকে নমিনেশনের ফর্ম পূরণ করেন। তাই সুরাতের লিম্বায়াত বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন ভাসিম শেখ। এ প্রসঙ্গে ভাসিম শেখ বলেন, আমি একটি গার্মেন্টস ইউনিটে কাটিংয়ের কাজ করি। কেউ একজন আমাকে ফরম পূরণ করতে বলল। আমি করে দিয়েছি। জানতাম না যে আমাকে প্রার্থী করা হচ্ছে। এই লিম্বায়ত বিধানসভা আসনটি নভসারি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যা গুজরাত বিজেপির সভাপতি সাংসদ সিআর পাটিলের এলাকা। লিম্বায়তের প্রায় ৩০ শতাংশ ভোটার মুসলিম সম্প্রদায়ের। সব মিলিয়ে গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথমপর্বে নির্দল প্রার্থীর সংখ্যা ৩৪। প্রথম পর্বে নির্বাচন হতে চলেছে মোট ৮৯টি বিধানসভা কেন্দ্রে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct