এহসানুল হক, বসিরহাট, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর সরকারি বাস পরিষেবা চালু হল সুন্দরবন লাগোয়া হেমনগর থেকে। এই বাস পরিষেবায় খুশি সুন্দরবন লাগোয়া একাধিক গ্রামের মানুষ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বনবিবি মাঠে প্রান্তিক মানুষরা মুখ্যমন্ত্রীর কাছে একটি সরকারি বাসের জন্য দাবী জানিয়েছিলেন। সুন্দরবনের সামসের নগর সফরে এসে ২৯শে নভেম্বর মুখ্যমন্ত্রী প্রকাশ্য ওই সরকারি অনুষ্ঠানেই বলেছিলেন দ্রুত একটি নতুন বাস পরিষেবা দেওয়া হবে সুন্দরবন এই এলাকা থেকে। তিন দিন কাটতে না কাটতেই নতুন বাস পেল সুন্দরবন এলাকার মানুষ।
হেমনগর থেকে বারাসাত পর্যন্ত ১০৩ কিলোমিটার দূরাতে এই বাস পরিষেবা আজ শুক্রবার থেকেই চালু হল। যা দীর্ঘদিনের দাবি ছিল জঙ্গল লাগোয়া মানুষদের। এর ফলে সুন্দরবনের কালুতলা ,যোগেশ গঞ্জ, হেমনগর, সাহেব খালি, দুলদুলি যোগাযোগের আরো সহজ হলো। এই পরিষভায় প্রান্তিক সুন্দরবনের মানুষ দ্রুত শহর ও শহরতলির বিভিন্ন হাসপাতাল গুরুত্বপূর্ণ অফিস আদালতে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও শহর থেকে সুন্দরবনের যেসব পর্যটকরা বেড়াতে যায় তারা সহজেই জঙ্গলে পাশে যেতে পারবেন এমনটাই মনে করছেন বাসিন্দারা। এই বস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ তুষার মন্ডল। সবাই বলেন এই সরকারি বাস পরিষেবায় ৫ ঘন্টার মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে যেতে পারবেন প্রান্তিক এলাকার মানুষরা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct