সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার ময়ূরেশ্বর নপাড়া মহিলা কল্যাণ সমিতির সহযোগিতায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় রাজনগর ব্লকের গুলালগাছি ফুটবল ময়দানে এলাকার দুস্থদের মধ্যে শীতকালীন বস্ত্র প্রদান করা হয় বুধবার। প্রায় ২০০ জনকে এই শীতকালীন বস্ত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখার্জী চ্যাটার্জী, পিএসআই অভিষেক হালদার,তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মলয় রায়, নপাড়া মহিলা কল্যাণ সমিতির চন্দন ব্যানার্জি, রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের টুম্পা চৌধুরী,স্বপন বাগ্দী,সুমনা মন্ডল, গৌরহরি দাস, রনজিৎ মন্ডল, সেখ সেলিম, সেখ নিজামউদ্দিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct